পিরোজপুরে ছাত্রলীগের ৩ নেতাকে শোকজ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ /
পিরোজপুরে ছাত্রলীগের ৩ নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার, পিরোজপুর : পিরোজপুরে ৩ ছাত্রলীগ নেতাকে শোকজ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের ওই তিন নেতাকে শোকজ করেছে।

শোকজ পাওয়া নেতারা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জায়েন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাঈন ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শোকজ পাওয়া ওই তিন নেতার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উঠেছে। আর এ অভিযোগের ব্যাপারে তাদের বিরুদ্ধে কেন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী সাত দিনের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত জবাব দিতে জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।