স্টা রিপোর্টার, বরিশাল : শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। নাসির হোসেন-মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঢাকা দল। এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন নাসির।
এরপর ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঢাকার এই অধিনায়ক। ১৭৪ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ৪ ইউকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে ঢাকা। এর আগে বিপদে পড়া ফরচুন বরিশালকে মাহমুদউল্লাহ রিয়াদ আর ইফতিখার আহমেদের ৫৭ বলে ৮৪ রানের জুটি দিয়ে চ্যালেঞ্জিং স্কোর তুলেন।
বিপিএলে (শুক্রবার) দিনের দ্বিতীয় ম্যাচে এই জুটিতে ভর করেই ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। অর্থাৎ জিততে হলে ১৭৪ করতে হবে ঢাকা ডমিনেটর্সের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে বরিশাল।
টপঅর্ডারের চার ব্যাটার সাইফ হাসান (৬ বলে ১০), এনামুল হক বিজয় (৮ বলে ৬), মেহেদি হাসান মিরাজ (১৪ বলে ১৭) আর চতুরঙ্গ ডি সিলভা (১০ বলে ১০) ব্যর্থতার পরিচয় দেন। সাকিব আল হাসান ঝড় তুলতে চেয়েছিলেন। কিন্তু ১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩০ রানেই থামতে হয় তাকে।
এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ আর ইফতিখার। ইফতিখার ৩৪ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৫৬ রানে। ২১ বলে ২ চার আর এক ছক্কায় ৩৫ করেন মাহমুদউল্লাহ। ঢাকার অধিনায়ক নাসির হোসেন ১৬ রানে নেন দুটি উইকেট।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :