দুমকিতে বিএনপির শতাধিক নেতা-কর্মীর আ. লীগে যোগদান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ /
দুমকিতে বিএনপির শতাধিক নেতা-কর্মীর আ. লীগে যোগদান

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে শতাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু হানিফ খান শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, সহ-সভাপতি মজিবুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ শিকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সামনে আরো চমক আছে, উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা তার সঙ্গে যোগাযোগ করছেন, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অসংখ্য নেতা-কর্মী নিয়ে যোগ দিবেন।

এদিকে যোগদানকৃত বিএনপি নেতা মো. আবু হানিফ খান বলেন, অতীতে আমরা ভুলপথে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হতে আজকে শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে একসঙ্গে দলের হয়ে কাজ করব।