ক্রাইম ট্রেস ডেস্ক : পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার শান মাসুদ বিয়ে করেছেন। শনিবার পাকিস্তানের পেশোয়ারে কনে নিশে খানের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ক্রিকেট কিংবদন্তি শহিদ আফ্রিদি, বাবর আজম এবং অলরাউন্ডার শাদাব খানসহ পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা এতে যোগ দেন। খবর জিও নিউজের।
ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের জন্য আগামী ২৭ জানাুয়ারি করাচিতে বরের বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গত এক সপ্তাহ ধরেই বিয়ের বিভিন্ন অনুষ্ঠান চলছে। ৩২ বছর বয়সি পাকিস্তান টিমের এ টপ অর্ডার ব্যাটারের জন্ম ১৯৮৯ সালের ১৪ অক্টোবর, কুয়েতে।
এ পর্যন্ত শান মাসুদ ২৭টি টেস্ট, পাঁচটি ওডিআই ও ১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০২২ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তাল জাতীয় দলেও ছিলেন শান মাসুদ।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের সঙ্গে এ বছর চুক্তি হয়েছে পাকিস্তানি এ ক্রিকেটারের। সব ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত ২ হাজারের বেশি রান করেছেন তিনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :