ক্রাইম ট্রেস ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশন করার খবর পাওয়া গেছে। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ওই তরুণীর অনশন চলে। নিজেকে ওই প্রেমিকের স্ত্রী দাবি করে নিজ বাড়িতে না গিয়ে প্রেমিক স্বামীর বাড়িতে থাকবেন বলে ঘোষণা করেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশের পর কৌতূহল মানুষের ভিড় জমে প্রেমিকের বাড়িতে।
জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপরা গ্রামের এক গার্মেন্টস কর্মীর (২২) সঙ্গে পাশের বাড়ির আব্দুল গনির ছেলে এমদাদুল হকের (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত বছর নভেম্বর মাসে উভয়ে বিজ্ঞ নোটারি পাবলিক আদালতে এফিডেভিট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ভুক্তভোগী ওই তরুণী জানান, এফিডেভিটের করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর উভয়ে দুই মাস গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। গত এক মাস আগে ওই তরুণীকে বাসায় রেখে প্রেমিক এমদাদুল পালিয়ে যায়। তারপর ভুক্তভোগী তরুণী তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন।
গতকাল শনিবার দুপুরে ওই তরুণী স্ত্রী’র স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেন রাত পর্যন্ত। এ সময় প্রেমিকের আত্মীয়-স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতে বসে বিষয়টি ফয়সালার আশ্বাস দেন। বিষয়টি তারাকান্দা থানার ওসি আবুল খায়েরসহ স্থানীয়রা মেয়েটির দাবির বিষয়টি খতিয়ে দেখে বিয়ের বিষয়টি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিতে উভয় পরিবারের সঙ্গে কথা বলেন। অবশেষে কাবিনমূলে বিবাহ সম্পাদন করেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :