ব্যস্ত হওয়ার চেষ্টায় রিচি সোলায়মান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৩, ২:০৭ অপরাহ্ণ /
ব্যস্ত হওয়ার চেষ্টায় রিচি সোলায়মান

ক্রাইম ট্রেস ডেস্ক : একসময়ের ব্যস্ত ও জনপ্রিয় টিভি অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন তিনি পর্দায় নেই। বর্তমানে স্বামী-সন্তানসহ বসবাস করেন আমেরিকায়। সেখান থেকে মাঝে মধ্যে দেশে ফিরলে টুকটাক কাজ করেন। সে ধারাবাহিকতায় সম্প্রতি দেশে এসে মিডিয়ায় ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন।

এরইমধ্যে ‘মৎস্য কন্যা’ নামে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ দীপ। বিএফ শাহীন কলেজের আন্তঃহাউজ বার্ষিক সংস্কৃতি প্রতিযোগিতায় নৃত্য বিভাগের বিচারক হিসাবেও কাজ করেছেন রিচি।

এদিকে আজ তার জন্মদিন। তবে দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। রিচি বলেন, ‘জন্মদিন এলেই আমাদের সবার প্রিয় নায়করাজ রাজ্জাক আঙ্কেলের কথা ভীষণ মনে পড়ে।

আমাদের দুজনের জন্ম একই দিনে। তার জীবদ্দশায় ফোনে তাকে বলেছিলাম আমরা একসঙ্গে জন্মদিন উদযাপন করব। কিন্তু আমার নানা সময়ে দেশের বাইরে থাকা, কাজের ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, সব মিলিয়ে আসলে আমাদের আর একসঙ্গে কেক কাটাও হলো না, জন্মদিনও উদযাপন করা হলো না।

এ আফসোসটা থেকে যাবে সারা জীবন। আর দেশে এলে এমনিতেই আমি কিছু কাজ করি। সেটা নিয়েই এখন ব্যস্ত আছি। ’