পায়রা নদী থেকে অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৩, ৩:১২ অপরাহ্ণ /
পায়রা নদী থেকে অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার, বরগুনা : মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বরগুনায় বিশেষ অভিযান চালিয়েছে বরগুনা মৎস্য বিভাগ। সোমবার দ্বিতীয় ধাপের অভিযানে ২ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করেছেন তারা।

বরগুনা সদরের সিনিয়র মৎস্য কমকর্তা শহীদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকার পায়রা নদী থেকে ২ লাখ টাকা মূল্যের একটি অবৈধ বেহুন্দি ও একটি খুঁটা জাল উদ্ধার করে জেলা মৎস কর্মকর্তার উপস্থিতে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫ টি বেহেন্দি জালসহ বিভিন্ন প্রকার প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে ধ্বংস করাসহ ৫ জনকে জেল জরিমানা করা হয়েছে। ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের পোনা রক্ষায় মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর সব ধরনের অবৈধ জাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।