বাবুগঞ্জ প্রতিনিধি : আপনারা পিছিয়ে পরা জনগোষ্ঠী, আপনার জীবন মান উন্নয়নের কোন এনজিও কাজ করেনা, যেটা আমাকে ভাবিয়ে তুলেছেন, আমি তখন থেকেই বেঁদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। বেঁদে সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের পেশা সুন্দর পেশা, কোন পেশাই ছোট নয়, আপনারা যেটা করছে সেটা আপনাদের পেশা, নিজেকে ছোট মনে করবেন না। আপনার অধিকার আপনি বুঝে নিবেন। আপনারও এ দেশে যে অধিকার রয়েছে আমারও সেই অধিকার রয়েছে।বেঁদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে করনীয় বিষয়ক সভা ও শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুরিষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম(বার)পিপিএম(বার)।
বরিশাল জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম,বিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক কে এস এ মহিউদ্দীন মানিক,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, ফারজানা বিনতে ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, এয়ারপোর্ট থানার ওসি মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য গোলাম কিবরিয়া সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এসময় প্রধান অতিথি ২ শতাধিক বেঁদে সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :