নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ থেকে এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন কিশোরগঞ্জের তিন নেতা। পরে তাদের যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
এনসিপিতে যোগ দেওয়া তিনজন হলেন ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল ও ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাছেত আহমেদ।
তবে শ্যামল ও বাসেত আগেই সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন বলে জানা গেছে। গতকাল রবিবার জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, দুই যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল ও মো. রুহুল আমিন খানের যৌথ স্বাক্ষরে আলোচিত তিন নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’ উল্লেখ করা হয়েছে।
বহিষ্কারের নোটিশটি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান রোববার রাত ১১টার দিকে তার ফেসবুকে পোস্ট করেছেন। এরপরই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যার যার ফেসবুকে নোটিশের কপিটি শেয়ার করেছেন।
এনসিপির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে গত শনিবার রাতে কিশোরগঞ্জের পুরান থানা এলাকার তিন রাস্তার মোড়ে কেন্দ্রীয় নেতাদের পথসভা ছিল। সেই পথসভার মঞ্চে গোলাম কবির শ্যামলকেও বক্তৃতা করতে দেখা গেছে। শ্যামলের বাবা ওমর ফারুক ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর শ্যামল ছিলেন ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.