ক্রাইম ট্রেস ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে রাশিয়া। বাল্টিক অঞ্চলের এ দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়ে রাষ্ট্রদূত মারগাস লেইদ্রাকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি এস্তোনিয়া নিজ দেশে অবস্থিত রুশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেওয়ার পর রাশিয়া এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দেয়। খবর বিবিসি ও আলজাজিরার।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এস্তোনিয়া ইচ্ছাকৃতভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জটিল করে তুলেছে। বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়া রাশিয়াভীতি ছড়িয়ে দিচ্ছে এবং মস্কোর বিরুদ্ধে প্রতিদিন শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :