ডেস্ক সংবাদ : নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেনকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) আদালতের পরিদর্শক মো. শাহ আলম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামি মো. কামাল হোসেন বেগমগঞ্জের ১২নং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
আদালত সূত্র জানায়, আসামি কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :