ক্রাইম ট্রেস ডেস্ক : স্ত্রীর মামলায় হেরে ভারতীয় দল থেকেই বাদ পড়েছেন মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনডোরে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে তারকা পেসারকে বাদ দিয়ে উমরান মালিককে দলে নেয় ভারত।
সোমবার শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা মামলার রায় দেন আলিপুর জেলা ও দায়রা আদালত। ৫ বছরের আইনি লড়াইয়ে হেরেছেন তারকা পেসার। এখন থেকে স্ত্রী হাসিন জাহানকে মাসে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিতে হবে শামিকে।
এছাড়া ২০১৮ সালে এই মামলা চলাকালীন আদালতের নির্দেশ ছিল মেয়ের খরচের জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। অর্থাৎ ভারতীয় পেসারকে এখন প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা দিতে হবে। স্ত্রী হাসিন জাহান অবশ্য প্রতি মাসে ১০ লাখ দাবি করেছিলেন।
শুধু এ মামলার রায়ের জন্যই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দলের প্রধান দুই পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দিয়েছে ভারত।
মঙ্গলবার নিউজিল্যান্ডকে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় দুই তারকা ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তাদের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রানের পাহাড় গড়ে ভারত। দলে হয়ে ১০১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ১১২ রান করেন শুভগান গিল। ৫৪ রান করেন হার্দিক পান্ডিয়া।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :