স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূঞা। তিনি বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার ও শেখ রেফাত মাহমুদকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আশরাফ ভূঞা বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি, মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে। এর আগে গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ৪০১৮ নম্বর রুমে হেলমেট পরা একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :