ক্রাইম ট্রেস ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চীনা নাগরিকদের পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় আরও চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।
তিনি বলেন, চীনা নাগরিকদের পিটিয়ে ও কুপিয়ে ডাকাতির ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ দুপুরে আদালতে পাঠানো হবে।গ্রেফতাররা হলেন- আলী আক্কাস (৩৭) রেহাজউদ্দিন (৩৯), রবিন (৩৮) ও ইমরান (৪২)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার আগমন সিএনজি পাম্প সংলগ্ন জমি ভাড়া নিয়ে পিরোজপুর গ্রামের ফজলুল হকের ছেলে মোজাম্মেল হক এনএপিসি-৩ পাওয়ার কোম্পানি ইয়ার্ড গড়ে তোলেন। সেখানে চারজন চীনা নাগরিক ও একজন দোভাষীসহ ১২ জন কর্মরত আছেন। ২০ জানুয়ারি সন্ধ্যায় ১০-১২ জনের ডাকাত দল ওই ইয়ার্ডে ঢুকে চীনা নাগরিকসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
ডাকাতরা চীনা নাগরিক সুপারভাইজার উগং, লিও জাইকিং, সং কিজুং, দোভাষী গোলাম আজম ও গাড়িচালক তরিকুলকে পিটিয়ে জখম করে। তাদের কাছ থেকে নগদ টাকা, ইউএস ডলার ও মোবাইল ফোনসহ ১১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিলে চীনা নাগরিক উগং ও দোভাষী গোলাম আজমকে কুপিয়ে জখম করে ডাকাত দল।
এ ঘটনায় ২১ জানুয়ারি সকালে এনএপিসি-৩ পাওয়ার কোম্পানির ইয়ার্ড মালিক মোজাম্মেল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন।২২ জানুয়ারি ডাকাতির সঙ্গে জড়িত থাকায় ফারুক (৩৭) নামের এক যুবককে গ্রেফতারের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :