ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার ডাক বাংলা সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতুতে গত ৪ বছর ধরে যান চলাচল করছে। মাঝারি ও ছোট যান চলাচলে সেতুটি থরথর করে কাঁপতে থাকে সেখানে বড় যান অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ব্রিজটি অধিকাংশ স্থানে রেলিং ভাঙ্গা। এতে প্রতিদিন সহস্রাধিক বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করে। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ট্রাক ড্রাইভার লোকমান জানান, ব্রিজটি উপর খালি ট্রাক নিয়ে উঠলেই এটি থরথর করে কাঁপতে থাকে মনে হয় এই বুঝি ব্রিজটি ভেঙে যায়। কিন্তু প্রয়োজনের তাগিদে মালামাল বোঝাই করা ট্রাক জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এতে যে কোন সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণনাশ হতে পারে।
লালমোহন পৌরসভা সূত্র জানায়, দীর্ঘদিন এ ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এজন্য এর কাজ পৌরসভা কর্তৃপক্ষ করতে পারছে না।
ভোলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ব্রিজটি টেন্ডার হয়েছে। এখন দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধিন রয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :