কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধান চাষের ট্রাক্টর উল্টে রুমেল ফকির (১৮) নামের ওই ট্রাক্টরের ড্রাইভার নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কোইকুন্দা গ্রামের মো. আমজাদ ফকিরের ছেলে।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত রুমেল ফকির ট্রাক্টর নিয়ে সংযোগ সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলো। হটাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে মুসুল্লিয়াবাদ জামে মসজিদের পুকুরে উল্টে গেলে সে নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশ মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :