ক্রাইম ট্রেস ডেস্ক : মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার। বুধবার রাত ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্ত রঞ্জন মণ্ডল। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদে লড়ছেন ২৯ প্রার্থী।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্ত রঞ্জন মণ্ডল জানান, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচিত হয়েছেন— সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালালুর রহমান, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট বাবুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক-১ অলিউর রহমান দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সজীব কুমার সরকার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সম্পাদক (মুহুরি) রফিকুল ইসলাম শামীম, কার্যকরী সদস্য হয়েছেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ গোলাম মোস্তফা দেওয়ান, সাইদুর রহমান সাগর, সুজন মণ্ডল ও মিঠুন চক্রবর্তী।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৬৩ জন থাকলেও ভোট প্রদান করেছেন ২৫৬ জন ভোটার। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :