হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলায় মেঘনা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলেদের উপর হামলা। জানা যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের দ্বন্দ্ব এখন তুঙ্গে।
মেঘনার বিভিন্ন পারে রয়েছে প্রায় ৭০ টি মাছ ঘাট। দীর্ঘ ১৪ বছর এই মাছঘাট গুলো নিয়ন্ত্রণে ছিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের।
গত বছর নভেম্বর মাসে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এনায়েত হাওলাদারের লোকজন দুটি মাছ ঘাট দিয়ে ব্যবসা শুরু করে।
ওই মাছঘাটে কিছু জেলেরা মাছ দেয়া শুরু করলে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম মিলনের লোকজন ২৬ জানুয়ারি পাঁচটার দিকে সাওড়া নদী এলাকায় এনায়েত হাওলাদারের জেলেদের উপর হামলা চালায় এতে আহত হয় ৮-১০ জন
গুরুতর আহত চারজন হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন।
আহতরা হল উপজেলার শ্রীপুর গ্রামের মনির শেখ (৩০), করিম খান (২৯), খলিলুর রহমান (৩৮), জসিম মাতুব্বর (৩৯)।
আহত জসিম মাতুব্বর জানায় সাওরা নদী এলাকায় নজরুল ইসলাম মিলনের মাছ ঘার্টের সরকার জলদস্যু তাহের ও আলামিনের নেতৃত্বে ১০-১২ জন ক্যাডার দুটি টলার নিয়ে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং কয়েকটি জেলে নৌকায় থাকা নগর ৭০ হাজার টাকা দুটি মোবাইল সেট একটি টসলাইট নিয়ে যায়।
জসিমের দাবী এক সময় তারা মিলন চেয়ারম্যানের মাছ ঘাটে মাছ দিত বর্তমানে এনায়েত হাওলাদারের মাছ ঘাটে মাছ দেয়ার কারণে তাদের উপর এই হামলা চালায়। এদিকে তাহের হামলার বিষয় অস্বীকার করে বলে দীর্ঘদিন যাবত তিনি নদীতে যাইনি।
এনায়েত হোসেন হাওলাদার এর ছেলে জিদান হাওলাদার জানায় মেঘনার পারে মাছঘাট দেয়ার পর থেকেই নজরুল ইসলাম মিলনের লোকজন একাধিকবার তাদের জেলেদের উপর হামলা চালায়। হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন হামলার বিষয়ে শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :