গরু চোর আতঙ্কে চরমোনাইবাসী!


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ২৭, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ /
গরু চোর আতঙ্কে চরমোনাইবাসী!

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটেই চলছে। এনিয়ে আতঙ্ক দেখা দিয়েছে চরমোনাই ইউনিয়নবাসীর মধ্যে।

গত কয়েকদিনের মধ্যে ৬ নং ওয়ার্ড রাজারচর গ্রামের বাসিন্দা মোঃ কাওছার হাওলাদারের একটি গরু চুরি হয়। ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ পান্না ফরাজিরও একটি গরু চুরি হয়েছে। এমন কয়েকটি গ্রামে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে একটি বিশেষ সুত্রে জানা যায়, চরমোনাই ইউনিয়ন ৭নং ওয়ার্ডের স্থানীয় প্রভাবশালীদের যোগ সাজে গরু, ছাগল, মহিষ, ঘড় চুরির ঘটনা ঘটছে। এমনকি মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ ঘটেই চলছে।

এ ঘটনায় একাধিকবার ইউপি সদস্য এবং চেয়ারম্যানকে জানালেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয় নি বলেও জানায় স্থানীয়রা।

এব্যাপারে চরমোনাই ইউনিয়নে দায়িত্বরত এস আই মোস্তাফিজ জানান, আমি যাওয়ার আগেই ইউনিয়ন পরিষদ গরুর মালিকের কাছে জিম্মায় দেন। তবে চোর সনাক্তের চেষ্টা চলছে।