বাবুগঞ্জে গরুতে কলাগাছ খাওয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত-৬


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জানুয়ারি ৩০, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ /
বাবুগঞ্জে গরুতে কলাগাছ খাওয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত-৬

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে গরুতে কলা গাছ খাওয়ার প্রতিবাদ করায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। এঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯ টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতির (চরমঙ্গলা) মোঃ গনি হাওলাদারের বাড়িতে।

স্থানীয়রা ও বাবুগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন গনি হাওলাদারের ছেলে মোঃ রফিক হাওলাদার(৩৫), মোঃ রশিদ হাওলাদার(২৫), মোঃ ইদ্রিস হাওলাদার(২৮) ও মেয়ে মোসাঃ গোলাপি বেগম (৪৫) এবং ভাগিনা মোঃ শাহিন (৩০),

অপর পক্ষে আহত হয়েছে হানিফ হাওলাদার এর ছেলে মোঃ লিটন (৩৫) ও পুত্রবধু নার্গিস (২৮)। এদের মধ্যে ছুরিকাঘাতে রফিক হাওলাদরের পেটের ভুঁড়ি বের হয়ে যাওয়ায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা সবাই মাথা, হাত ও পায়ে গুরুত্বর জখম অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোলাপি বেগমের জমিতে রোপিত একটি কলা গাছ প্রতিপক্ষ হানিফের গরুতে খেয়ে ফেলে। রাত ৯টায় মোসাঃ গোলাপি বেগম প্রতিপক্ষ হানিফের ছেলে মোবারকের কাছে বিচার দিলে এতে মোবারক ক্ষিপ্ত হয়ে গোলাপি বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গোলাপি বেগমের ডাক চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকে হত্যার উদ্দিশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হানিফ গংরা। রাতেই আহতদের স্থানীয়রা উদ্বার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।