ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৩, ৩:৪২ অপরাহ্ণ /
ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলায় বিদ্যুতের লাইন দিয়ে পুকুরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তফা কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার ছেলে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে মোস্তফা গ্রামের একটি পুকুরে বিদ্যুতের লাইন টেনে মাছ শিকার করছিল। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।