মঠবাড়িয়া প্রতিনিধি : সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে শনিবার পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে সংগ্রামী মুসলিম জনতার ব্যনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রীজের উপর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মিরুখালী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইলিয়াচ, নূরুন আরা নূও মাদ্রাসার সুপার মাওলানা এবিএম রুহুল আমিন, ছোট হারজী মাদ্রাসার প্রভাষক মো. নাজমুচ্ছায়াদাত ও মাওলানা মো. ইসমাইল হোসেন প্রমূখ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :