চরফ্যাশনে বিরোধীয় জমিতে ঘর উত্তোলনের চেষ্টা, দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৫, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ /
চরফ্যাশনে বিরোধীয় জমিতে ঘর উত্তোলনের চেষ্টা, দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে বিরোধীরা জমিতে ঘর তোলার চেষ্টায় দু’ গ্রুপের সংঘর্ষে নারি পুরুষ সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- ফরিদ লাঠিয়ালের ছেলে মহিউদ্দিন (৪০) তার স্ত্রী শিল্পী (৩০) ও শামসুদ্দিন মাতাব্বরের ছেলে আলমগীর (৪৫)। অপর গ্রুপের আসাদুল হক মুন্সির ছেলে মহিউদ্দিন (৫০), ছেলে রাসেল (২৬), রহিম (১৬) ও প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের পাটোয়ারীর ছেলে ইসমাইল পাটোয়ারী (৫০)।

শনিবার সকাল ৯ টায় নজরুল নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ভক্তির বাজার সংলগ্ন বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটে। ফরিদ লাঠিয়ালের ছেলে আহত মহিউদ্দিন জানায়, একই এলাকার আসাদুল হক মুন্সীর ছেলে মহিউদ্দিন গংদের সাথে ১একর ২৮ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

দীর্ঘদিন মামলার পর আদালত থেকে তাদের পক্ষে রায় পান। ঘটনার দিন বিরোধীয় জমিতে ঘর উত্তোলন করতে চেষ্টা করলে ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার নুরে আলম ও ৩ নং ওয়ার্ডের মেম্বার কামরুল এর সামনেই আসাদুল হক মুন্সির ছেলে মহিউদ্দিন গংরা আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের পক্ষের বেশ কিছু লোকজন গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী আহত ইসমাইল পাটোয়ারী ও ইউপি মেম্বার কামরুল জানান, বিরোধীয় জমিতে ঘর উত্তোলনের সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি মেম্বাররা ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনে নিষেধ করেন। নিষেধ করা সত্ত্বেও ফরিদ লাটিয়ালের ছেলে মহিউদ্দিন গংরা উত্তেজিত হয়ে প্রতিপক্ষ আসাদুল হক মুন্সী গংদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে লাঠিসোটা নিয়ে তুমুল মারামারি শুরু হয়।

তাদের মারামারি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুই ইউপি মেম্বার ও ইসমাইল সহ আরো দুইজন গুরুতর আহত হয়েছে। তবে এ হামলার ঘটনায় সাবেক ইউপি মেম্বার তোফাজ্জল শিকদারের ইন্দন রযেছে বলে আমরা মনে করি। এই ঘটনায় উভয় গ্রুপের মামলা না করলেও সালিশের মাধ্যমে ফয়সালা দিবে বলে আশ্বস্ত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন।

দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, মারামারির ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।