স্বামীকে হত্যার দায়ে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ /
স্বামীকে হত্যার দায়ে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় স্বামী সুশান্ত বৈরাগীকে বিষ খাইয়ে হত্যার দায়ে স্ত্রী সেরিকা মন্ডল ও তার পরকীয়া প্রেমিক মিঠুন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে উভয়কে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা রবিবার বিকেলে আসামি সেরিকার উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এ সময় অপর দণ্ডপ্রাপ্ত মিঠুন হালদার পলাতক ছিলো। মামলার নথি থেকে জানা যায়, আসামি সেরিকার সাথে ঝালকাঠীর জগদ্বীশপুরের মিঠুন হালদার ওরফে মিন্টু হালদারের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। স্বামী সুশান্ত বৈরাগী এতে বাধা দেয়। এর জের ধরে সুশান্তকে হত্যার পরিকল্পনা করে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক।

২০১৭ সালের ৭ নভেম্বর রাতে সুশান্তের খাবারে বিষ মিশিয়ে দেয় তারা। ওই খাবার খেয়ে সুশান্ত অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ৯ নভেম্বর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশান্তের মৃত্যু হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। একই ঘটনায় সুশান্তের ভাই সুনীল বৈরাগী বাদী হয়ে ১০ নভেম্বর উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিআইডির পুলিশ পরিদর্শক আলী আকবর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর উপরোক্ত দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার ৮ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে পরিকল্পিত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মো. কামরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত সেরিকাকে বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করে পুলিশ। অপরদিকে পলাতক মিঠুন হালদারের বিরুদ্ধে সাজা এবং গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।