প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন তরুণ নির্মাতা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ /
প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন তরুণ নির্মাতা

ক্রাইম ট্রেস ডেস্ক : ভারতের কেরালার তরুণ চলচ্চিত্র নির্মাতা জোসেফ মনু জেমস মারা গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি এনার্কুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে মৃত্যু হয় এ নির্মাতার। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

৩১ বছর বয়সি এ পরিচালকের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’। এতে অভিনয় করেছেন অহনা কৃষ্ণ ও অর্জুন অশোকন। এটি শিগগির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু প্রথম সিনেমা মুক্তির আগেই মৃত্যু হলো তার।

সিনেমাটি বর্তমানে পোস্ট প্রডাকশনের পর্যায়ে ছিল। এতে আরও অভিনয় করেছেন অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো তারকারা।

মনু জেমসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী অহনা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন মনু। আপনার সঙ্গে আমার এমনটি হওয়া উচিত হয়নি।’

প্রসঙ্গত, ২০০৪ সালে সাবু জেমসের ‘আই অ্যাম কিউরিয়াস’ সিনেমায় একজন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনু। এর পর মালয়লাম ও কন্নড় সিনেমায় কাজ করেন। পরে সহপরিচালক হিসেবে কাজ করতে থাকেন।

পরিচালকের শেষকৃত্য গত ২৬ ফেব্রুয়ারি কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় অনুষ্ঠিত হয়। তার স্ত্রীর নাম মনু নয়না।