ক্রাইম ট্রেস ডেস্ক : জয়পুরহাটের কালাই উপজেলার থল গ্রামে দুই সন্তানকে পাশের ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে তাদের মা’কে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামরুজ্জামান প্রামানিক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব সদস্যরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান। আটক কামরুজ্জামান একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
অভিযোগের সূত্র ধরে জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, একই গ্রামের ভূক্তভোগী এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারন করেন অভিযুক্ত কামরুজ্জামান। পরে সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিয়ে ওই গৃহবধূকে বেশ কিছু দিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাতে কামরুজ্জামান ওই গৃহবধূর টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির ভিতরে প্রবেশ করেন তিনি। পরে পাশের একটি কক্ষে গৃহবধূর দুই ছেলেকে বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে অন্য একটি কক্ষে গৃহবধূকে রাতভর ধর্ষণ করেন তিনি।
তিনি আরও জানান, ভোরে গৃহবধূর ছেলেরা কৌশলে মুক্ত হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানালে সাথে সাথে একই ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ধর্ষনের অভিযোগে কামরুজ্জামানকে আটক করাসহ গৃহবধূকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধৃত কামরুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মামলা দায়ের করাসহ তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :