উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেছে চাষীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। ২৬ ফেব্রুয়ারী রবিবার রাত ৮টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আটিপাড়া গ্রামে জয়বাংলা সংলগ্ন কয়েক শত একর জমির চারিপাশে অবৈধভাবে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেছে চাষীরা। তবে চাষীরা বলছে ইঁদুর নিধনের জন্য ব্লক ম্যানেজাররা বিদ্যুৎ এর সংযোগ দিয়েছে।
এ ব্যপারে ইরি ব্লক ম্যানেজার ও ইউপি সদস্য সোলায়মান জানান, বিদ্যুৎ সংযোগ কারা দিয়েছে তা আমার জানা নেই। আরেক ব্লক ম্যানেজার সহিদ সরদার জানান ইঁদুরে প্রতিনিয়ত পর্যাপ্ত ফসল নষ্ট করছে তাই চাষীরা ইঁদুর মারার জন্য বিদ্যুৎ এর সংযোগ দিয়েছে এবং প্রতি রাতে পাহাড়া দেয়া হচ্ছে। দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :