কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় কৃষকের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ /
কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় মো.মজিবর রহমান বেপারী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানাস্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিপিপির টিম লিডার ছিলেন।

জানা গেছে , নিজ বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পাম্পের তেল ক্রয়ের জন্য কলাপাড়া যাচ্ছিলেন। ঘুটাবাছা এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়।

অচেতন অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা মজিবরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কলাপাড়া থানার ওসি মো.জসীম সাংবাদিকদের জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।