উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় প্রশাসনের চোখ ফাকি দিয়ে ফের সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রভাবশালী ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হারতা বাজার সংলগ্ন কচা নদীর পাশে সরকারি খাল অবৈধ ভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ওই বন্দরের টিনের ব্যবসায়ী রতন খলিফা।
এ ব্যাপারে অভিযুক্তর কাছে সরকারি খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি তার নিকটতম আত্মীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুয়েজকে ফোন ধরিয়ে দেয় এবং তার কাছ থেকে সরকারি খালের জমি ক্রয় করেছেন বলে জানান তিনি।
সুয়েজ জানান, রেকডিও জমিতে ভবন করা হচ্ছে এটা কোন অপরাধ নয় এবং আইনগত কোন বাধা নেই। ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল দখল মুক্ত রাখার দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ইউনিয়নবাসী।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :