কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা থেকে তানিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর একটায় পৌর শহরের খাজুরা এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া ওই এলাকার ভ্যানচালক কবির হাওলাদারের মেয়ে। সে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট বোনকে নিয়ে স্কুলে যান। স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়া নিয়ে তানিয়াকে কিছুটা বকাঝকা করেন এবং গালে একটি চর মেরে শাসন করেন। পরে ছোট মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য আবার তিনি স্কুলে যান।
এসময় তানিয়া তার মায়ের সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা বাড়িতে ফিরে ঘরের আড়ার সঙ্গে তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার মায়ের চিৎকারে স্থানীয়রা এসে ওই কিশোরীকে কুয়াকাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. মুমশাদ সায়েম পুনম বলেন, তানিয়া নামে ওই কিশোরীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তারপরেও আমরা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছি। তার গলায় একটি দাগও রয়েছে। পরিবারকে জিজ্ঞাসা করলে তারা জানান, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়েছে ওই কিশোরী।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :