ক্রাইম ট্রেস ডেস্ক : বাংলাদেশিরা আরো ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন। ফলে বাংলাদেশের নাগরিকত্ব ঠিক রেখেই মোট ১০১টি দেশের নাগরিক হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।
আজ সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এর আগে ৫৭টি দেশ ছিল নতুন করে ৪৪টি দেশের নাম যুক্ত হলো।
এখন মোট ১০১টি দেশে দ্বৈত নাগরিক হতে পারবে বাংলাদেশিরা। এর মধ্যে আফ্রিকা মহাদেশর ১৯টি দেশ, দক্ষিণ আমেরিকার ১২টি। ক্যারেবিয়ান অঞ্চলের ১২ এবং ওশেনিয়ার একটি দেশ।’
নতুন এই দেশের তালিকায় আছে মিশর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, আলজেরিয়া, সুদান, মরক্কোর মতো দেশগুলো।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :