তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে গাঁজাসহ মহসীন ফকির (৪১) নামের ‘চাকরিচ্যুত’ এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ছোটবগী ইউপির ঠংপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি উপজেলার ছোটবগী ইউপির চরপাড়া গ্রামের বাসিন্দা। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘সেনাবাহিনী থেকে ‘চাকরিচ্যুত’ মহসীন ফকির দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করছিলেন। পুলিশের একটি দল ক্রেতা সেজে তাঁর কাছে গাঁজা কিনতে যান।
এ সময় শরীরে প্যাঁচানো চাদর থেকে গাঁজা বের করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার পর তাঁকে আদালতে পাঠানো হবে।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :