ববি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ /
ববি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে নগরীর বাংলাবাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা। পরবর্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম। তিনি জানান, মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে তুলে নিয়েছি।

মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিলেন। সংবাদ পেয়ে আমরা গিয়ে তাদের সাথে কথা বলে আশ্বস্ত করেছি হামলাকারীকে আইনের আওতায় নিয়ে আসার। শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গেছেন। বাংলাবাজার এলাকার যান চলাচল এখন স্বাভাবিক।

মারধরের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাহাত বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি আমতলার মোড়ে নেমে ব্যাটারিচালিত হলুদ অটো গাড়িতে করে আমি বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। গাড়ি চালককে পাঁচ টাকা ভাড়া দিলে তিনি ১০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তিনি অশ্লীল গালি দেন। গালি দিলে আমি তাকে একটা থাপ্পড় দেই। তিনিও আমার কলার ধরেন। এসময়ে বাংলাবাজার এলাকার আরিফ নামে এক ছেলে কোনো কিছু না বুঝে শুনেই আমাকে মারধর শুরু করেন।

প্রথম দফায় আমাকে মেরে পুনরায় তার ১৫-১৬ জনের একটি দল নিয়ে আসেন আবারো মারতে। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী আকরাম খান ইমন বলেন, হামলাকারী দুজনকে শনাক্ত করে আমরা ধরে এনে পুলিশের হাতে সোপর্দ করেছি। বাকিদের গ্রেপ্তারের দাবিতে আমরা অবস্থান করেছি। আমরা চাই হামলাকারী সকলকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।