বাকেরগঞ্জের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১:৪০ অপরাহ্ণ /
বাকেরগঞ্জের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরি

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে বামনীকাঠি গ্রামে সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে মন্দিরের অভ্যন্তরে এ চুরির ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি মানিক লাল দাস জানান, অজ্ঞাত চোরেরা গভীর রাতে কোনো এক সময়ে মন্দিরের পেছনের লোহার দরজার তালা ভেঙে মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণ মূর্তির শরীর থেকে প্রায় তিন ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও দুই ভরি রৌপ্য অলংকারসহ নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে মন্দির কমিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।