বরগুনা প্রতিনিধি : বরগুনায় গত বছর ২০২২ সালে বিভিন্ন সংস্থার অভিযানে ৪৬৮জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কার্যালয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বরগুনা পুলিশ সুপার আঃ ছালাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার কার্যালয়ের তথ্যসূত্রে জানা যায়, পুলিশ, র্ব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সব সংস্থা বরগুনা জেলায় ২০২২ সালে অভিযান পরিচালনা করে ৫৯ হাজার ৯৯২ পিচ ইয়াবা, ৪৭ কেজি ৭৫ গ্রাম গাঁজা, সাতটি গাঁজার গাছ, ২৩ বোতল ফেন্সিডিল, চোলাইমদ ৬৯.৫ লিটার, হেরোইন ১১৮.৩৬ গ্রাম, প্যাথডিন ইনজ্যাকশন ৩৫ পিচ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এসব মাদক উদ্ধারের ঘটনায় ৪৩০টি মাদক মামলা দায়ের হয়েছে। ৪৯৮ জন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। বরগুনার পুলিশ সুপার আ.সালাম বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়, বরগুনা পুলিশ সুপারের দরজা সবসময় খোলা থাকবে।
আমরা পুলিশ, র্যব, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরসহ সকল সংস্থাই সবসময় মাদকের বিরুদ্ধে মাদকের আগ্রাসন ও অনুপ্রবেশ বন্ধে নিরলসভাবে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :