পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় এমপি শওকত হাচানুর রহমান রিমনের ওপর মারমুখী আচরণ করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদুর বিরুদ্ধে। এ সময় ক্ষিপ্ত হয়ে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন তিনি। সোমবার সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি নাসিমা ফেরদৌসি উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াছিন আরা কচির সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো বড় পরিসরে এমন আয়োজন করেন নেতারা। নাম না থাকায় আলমগীর হোসেন দাদু ব্যানার ছিঁড়ে ফেললে তা ছাড়াই অনুষ্ঠান শেষ করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার জানান, ছোটখাটো ভুল হতেই পারে। ভুলবশত ব্যানারে সভাপতি আলমগীর হোসেনের নাম দেওয়া হয়নি। এতে তিনি এমপির ওপর রাগ দেখিয়ে ব্যানার ছিঁড়ে ফেলেছেন। মহিলাদের নানান কথা বলে অনুষ্ঠান পণ্ডের চেষ্টা করেছেন। সাবেক ও বর্তমান দুই এমপি এবং পৌর মেয়র আনোয়ার হোসেন আকন তাঁকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি এমপি রিমনের সঙ্গে মারমুখী আচরণ করেছেন। এতে তাঁরা লজ্জিত বলে জানান।
প্রধান অতিথি হাচানুর রহমান রিমন এমপি বলেন, ‘ব্যানারে একজন সাবেক ও বর্তমান দুই এমপির নাম রাখা হয়েছে। সভাপতির নাম না থাকা বড় ভুল বলে মনে করি না। একজন নেতার উচিত সহযোগী সংগঠনের অনুষ্ঠান কীভাবে ভালো করা যায়, সে চেষ্টা করা। তবে সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা কম, তা ব্যানার ছিঁড়ে দেখিয়েছেন।’
এ বিষয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদু বলেন, এটি তাঁর প্রতিহিংসার রাজনীতির কারণে করা হয়েছে। একজন সভাপতিকে আনুষ্ঠানে দাওয়াত দিয়ে ব্যানারে নাম না লিখে ইচ্ছাকৃতভারে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এ কারণে তিনি ব্যানার ছিঁড়েছেন বলে জানান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :