ঝালকাঠিতে খালে ভাসছিল নবজাতকের লাশ
Barisal Crime Trace -FF
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ /
০
আরিফুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির সদর উপজেলায় খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচা বালিয়া এলাকার একটি খাল থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, কাঁচাবালিয়া গ্রামের খালের উপর একটি বাঁশের সাঁকোতে নবজাতকের মরদেহ আটকে থাকে। স্থানীয়রা তা দেখতে পেয়ে ঝালকাঠি থানায় ফোন দেয়। দুপুরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তবে কে বা কারা মৃত নবজাতক ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :