ঝালকাঠির টিটিসিতে বিএমটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসব


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ /
ঝালকাঠির টিটিসিতে বিএমটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসব

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির টিটিসিতে বিএমটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় টিটিসি চত্ত্বরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী শামীম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল রানা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট( স্থানীয় সরকার ও সংস্থাপন) মো: জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (এনডিসি) অংছিং মারমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বাবু তরুন কুমার কর্মকার প্রমুখ।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বিএমটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন।