ভোলায় রাতের আঁধারে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ /
ভোলায় রাতের আঁধারে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে রাতের আঁধারে মিল্লাত (৪৫) নামের এক যুবলীগ নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা ও দোকানের চাবি ছিনিয়ে নিয়ে যায়। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটওয়ারীর ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

মিল্লাত উপজেলার চাঁদপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড কমিটির যুবলীগ সভাপতি এবং স্থানীয় পাটওয়ারী বাজারের মুদি ব্যবসায়ী।

আহত মিল্লাতের মা তহমিনা বেগম অভিযোগ করে বলেন, কম্বল বিতরণকে কেন্দ্র তার ছেলের সঙ্গে স্থানীয় কিছু ছাত্রলীগ নেতার দ্বন্দ্ব হয়। তারা মিল্লাতকে হুমকি-ধমকি দিতে থাকে। সেই ভয়ে মিল্লাত দোকানে যাওয়া বন্ধ করে দেয়। সোমবার বিকেলে কম্পানির মাল দোকানে রাখার জন্য যায়।

দোকান থেকে রাত ১১টার দিকে বাড়িতে ফেরার সময় ইসলামিয়া স্কুলের সামনে আসলে ওই এলাকার ছাত্রলীগ নেতা রকি ও রিয়াজসহ পাঁচ-ছয়জন মিলে কাপড় দিয়ে মিল্লাতের মুখ বেঁধে বেদম মারধর করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রকি ও রিয়াজকে একাধিকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।