স্টাফ রিপোর্টার, বরিশাল : স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্বামীকে মারধর করার মামলায় বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আজ বুধবার (১ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক বেগম পলি আফরোজ তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাসুদ মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীণ মুকুন্দপট্টি এলাকার তানবির হাসান শাকিলের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত একই এলকার মৃত মোবারক আলীর ছেলে আলী হায়দার। স্ত্রীকে কু-প্রস্তাবের বিষয়টি তানবির হাসান শাকিল জানতে পেরে আলী হায়দারকে সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়।
ঘটনার দিন গত ১৩ জানুয়ারী সন্ধ্যা ৬টায় এয়ারপোর্ট থানাধীণ ঝরঝরিয়া তলা বাজারে শাকিলের উপর অতর্কিত হামলা চালায় আলী হায়দার ও তার সন্ত্রাসী বাহীনি। এ সময় শাকিলকে এলোপাথারি মারধর করে তারা। এছাড়া চলা দিয়ে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
শাকিলের স্ত্রী এগিয়ে আসলে তার শ্লীলতাহানি ঘটায়। কাড়প-চোপড় টেনে হিচরে ছিড়ে ফেলে। শাকিলের সঙ্গে থাকা মোটর সাইকেলটি ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। পরে অন্যান্য স্বাক্ষীরা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শাকিলের স্ত্রী বাদী হয়ে আলী হায়দারসহ নামধারী ১০ ও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে গত ১৬ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার আদালতে জামিনের আবেদন করলে বিচারক আলী হায়দারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে মামলা দায়েরের পর থেকে শাকিল ও তার স্ত্রী এবং মামলার স্বাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এলাকায় ডুকতে পারছে না শাকিল ও তার স্ত্রী। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শাকিলের স্ত্রী মুক্তা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :