শামীম আহমেদ, বরিশাল : জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল (১ মার্চ) সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে দৈনিক দিনকাল পাঠক ফোরাম বরিশাল বিভাগীয় ব্যানারে একর্মসূচি পালন করে।
বরিশাল পাঠক ফোরাম সভাপতি মুসফিকুল হাসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্ছু, সাব্বির নেওয়াজ সাগর, সাকলাইন মোস্তাক, সবুজ আকন, এইচ.এম কিরন, মহিদুল সোহেল, আজাদী হাসানাত ফিরোজ ও আব্দুল কাদের ফিরোজ প্রমুখ।
এসময় বক্তরা মানববন্ধন কর্মসূচি পালনকালে বলেন কোন অবৈধ সরকার গণমাধ্যমের কন্ঠরোধ করে বেশিদিন ক্ষমতা আগলে রাখতে পারে নাই এই সরকারও দৈনিক দিনকালের কন্ঠ ক্ষমতার জোড়ে চেপে ধরে রাখতে পারবে না।
তাই অবিলম্বে দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করা প্রত্যাহার করে নেওয়া সহ দেশের সকল গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহবান জানান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :