কাউখালীতে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ১:৪৫ অপরাহ্ণ /
কাউখালীতে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: ‘‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় বীমা দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড সহ সকল বীমা কোম্পানীর উপস্থিতিতে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পিরোজপুর জেলা ইনচার্জ মোঃ ছাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হুমাউন কবীর প্রমুখ। বক্তরা ১লা মার্চ জাতীয় বীমা দিবস খ শ্রেণী থেকে ক শ্রেণীতে উত্তীর্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।