পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী ও ইন্দুরকানী উপজেলার দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও ট্যালেন্টপুল বৃত্তির তালিকায় স্থান পেয়েছে। যদিও মঙ্গলবার সকালে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে পর বিকেলে তা স্থগিত করা হয়।
জানা গেছে, ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার কাউখালী উপজেলা কেন্দ্রের ৬নং জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোল নং-১২ শ্রাবন্তী রায় ও ইন্দুরকানী উপজেলা কেন্দ্রের দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোল নং-১ মো. ইয়াসিন খান পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে শ্রাবন্তী রায় ও ইয়াছিন খান ট্যালেন্টপুলে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকায় তাদের নাম দেখা যায়।
কাউখালী উপজেলার জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপংকর সিকদার বলেন,আমার বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন্তী রায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও ট্যালেন্টপুলে বৃত্তির তালিকায় দেখেছি তার রোল এসেছে।
দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রানী জানান, ইয়াসিন খান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তির তালিকায় তার রোল এসেছে।
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম ও ইন্দুরকানি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার এ বিষয়ে বলেন, মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল সন্ধ্যায় কারিগরি ক্রটির কারনে অধিদপ্তর স্থগিত করেছে। বুধবার পূনরায় ফল প্রকাশ করা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :