পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনকে বিয়ে করেছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। বুধবার (১ মার্চ) সকালে পটুয়াখালী জেলা জুডিশিয়াল জজ কোর্ট আদালতে তারা বিয়ের কাজ সম্পন্ন করেন। আদালতের আইনজীবী মো. আল আমিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিকি উল ফিয়া। সেখান থেকে ইমরান তাকে বাউফলের বাড়িতে নিয়ে আসেন। ওই সময় তার ২১ বছর না হওয়ায় বিয়ে করতে পারেননি। তখন ফিরে যান নিকি।
বর্তমানে ইমরানের বয়স ২৫ বছর। আর নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :