কয়েক মাস ধরে আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে: সানিয়া


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ৪:১১ অপরাহ্ণ /
কয়েক মাস ধরে আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে: সানিয়া

ক্রাইম ট্রেস ডেস্ক : ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে পুরস্কৃত করা হয়েছে।

মুম্বাইয়ে মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কিংবদন্তি ক্রিকেট তারকা সুনিল গাভাস্কার তার হাতে এ পুরস্কার তুলে দেন। খবর জিও নিউজের।

স্পোর্টস স্টার নামে একটি ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে। সানিয়া মির্জা বলেন, আমাকে পুরস্কৃত করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে আমার ওপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। আপনারা আমাকে সম্মানিত করায় আমি কৃতার্থ।

সানিয়া মির্জা আরও বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন ভাবতাম— স্পোর্টস স্টার ম্যাগাজিনের কভার পেজে যদি আমার ছবি থাকত। আজ সেই আশা পূর্ণ হলো।