রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে ঝালকাঠি হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩।
এ উপলক্ষে বুধবার (১মার্চ) সকালে প্রথম পর্বে উচ্চ লাফ, লৌহগোলক নিক্ষেপ, মোরগ যুদ্ধর মধ্যেদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি মো: ওয়ালিউর রহমান (হিরু)।
দ্বিতীয়ার্ধে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বিষয় নির্ধারিত ‘যেমন খুশি তেমন সাজো’ এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ বদল খেলা’।
পুরুষ অতিথিদের হাঁড়িভাঙা সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝে দুপুরে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ, নবগ্রাম মডেল স্কুল কমিটির সভাপতি ছায়িদা সুলতানা, বিশিষ্ট সমাজসেবক সন্তোষ কুমার বেপারী উপস্থিত ছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :