হিজলায় যুবলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ /
হিজলায় যুবলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

হিজরা প্রতিনিধি : বরিশালের হিজলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হিজলা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আম্মান হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার(২৭ ফেব্রুয়ারী) বরিশাল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণ দর্শিয়ে আগামী ১৫ দিনের মধ্যে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-সংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনে উশৃংখল নেতা কর্মীদের কোন ঠাই নেই। অতএব আপনার দ্বারা সংঘটিত আওয়ামী লীগ নেতা কর্মীদের মিছিলে হামলা, ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে বিশৃঙ্খলা ঘটনাসমূহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

যাহা সম্পূর্ণ সাংগঠনিক ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড। উক্ত ঘটনায় মোঃ আম্মান হাওলাদার আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন সংগঠন থেকে অব্যহতি দেওয়া হবে না এ মর্মে আগামী ১৫ দিনের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নির্দেশ দেওয়া গেল।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে মোঃ আম্মান হাওলাদার বলেন, আজ দুপুরে বিষয়টি শুনেছি এখনো হাতে পাইনি।