১২ লাখ টাকা চুরি, সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ /
১২ লাখ টাকা চুরি, সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক : রাজধানীর শ্যামপুর মডেল থানার করিমুল্লারবাগ এলাকায় জেএম আয়রন স্টিল নামে একটি প্রতিষ্ঠানে চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্যকে
গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া টাকার ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মো. রাব্বি হাসান (২৩), মো. আরিফুল ইসলাম (২৬)।

শ্যামপুর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চুরির মামলটির তদন্ত করার সময় শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূরনবী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শিহাব উদ্দিন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলের আশেপাশের প্রায় ২০০ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষন করে ওই আসামিদের ধরা হয়।

এতে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার এবং চুরি যাওয়া ১৪ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হই। চুরি যাওয়া বাকি টাকা উদ্ধার ও অন্য আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।