ইতিহাস! বাঘের থাবায় ক্ষতবিক্ষত টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ /
ইতিহাস! বাঘের থাবায় ক্ষতবিক্ষত টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা

ক্রাইম ট্রেস ডেস্ক : এই ইংল্যান্ড টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে এই ফরম্যাটে খুব একটা খেলাও হয় না বাংলাদেশের। তবে ঘরের মাঠে টাইগারদের কাছে বিশ্বচ্যাম্পিয়ন কি, কিইবা অন্য দল! বাঘের সামনে দাঁড়াতে যে সবারই ভয় হয়!

এই বাংলাদেশের সামনে দাঁড়াতে পারলো না টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরাও। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের হেসেখেলে হারিয়ে দিলো সাকিব আল হাসানের দল। ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে ইতিহাস গড়ে প্রথম জয় পেলো টাইগাররা।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেট আর ২ ওভার হাতে রেখেই হারিয়েছে বাংলাদেশ।