নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নে ১১ নং পূর্ব কাদিরাবাদ সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মরিয়ম হত্যার বিচারের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার সকাল ১১টার বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন কর্মসূচি সফল ও হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শতশত মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত ৭ই জুলাই মরিয়ম বিদ্যালয় পরীক্ষা দিয়ে আর বাড়িতে ফিরে নাই। তখন পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ৮ ই জুলাই কাজীরহাট থানায় একটি সাধারণ ডায়রি করে। এ ঘটনার ১৯ দিন পর এলাকায় একটি ডোবায় মরিয়মের পঁচাগলা লাশ দেখতে পায়।এ সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। মরিয়ম হত্যাকান্ডের ঘটনার মূল রহস্য এখনো উদঘাটন হয়নি তাই স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেন ।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন,মরিয়ম ছিলেন খুবই ভদ্র একজন ছাত্রী। কারা কি কারণে এমন এই নোংরা কাজ করেছেন এখনো জানতে পারিনি। তিনি বিদ্যালয়ের পক্ষে প্রশাসনকে অনুরোধ করে বলেন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দাবি করেন।
এছাড়াও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক স্থানীয় মানুষ এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন কাজীরহাট থানা ওসি মোঃ মিজানুর রহমান বলেন এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত হত্যার মূল রহস্য উদঘাটন করা যায়নি। তবে হত্যাকারীদের তদন্ত করে বের করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.